১৬ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার, ০৩:০৭:১৫ অপরাহ্ন
যেভাবে একের পর এক ছুরিকাঘাতে বিদ্ধ হলেন সাইফ, জানাল মুম্বাই পুলিশ
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
যেভাবে একের পর এক ছুরিকাঘাতে বিদ্ধ হলেন সাইফ, জানাল মুম্বাই পুলিশ

অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে গুরুতরভাবে জখম সাইফ আলি খান। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে। চিন্তিত অনুরাগীদের অনেকেরই প্রশ্ন, কীভাবে আক্রান্ত হলেন সাইফ। 


ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী ঢুকে পড়ার পরে তার সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। সেই সময় অভিনেতাকে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করা হয়। পরিবারের কয়েকজন সদস্যও সেই সময় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।


এই বিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম গণমাধ্যমকে বলেন, একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।


ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বাড়িতে দুষ্কৃতি ঢোকার পরেই দায়িত্বে থাকা গার্ডরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতিকারীর সঙ্গে তর্কাতর্কি হয় তার। তারপরেই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায় ছুরি দিয়ে আঘাত করে বসে ওই দুর্বৃত্ত। এতে গুরুতরভাবে জখম হন তিনি। পরে পরিবারের অন্য সদস্যেরা সাইফকে হাসপাতালে নিয়ে যান।


আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই অভিনেতার সঙ্গে থাকেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপূর। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। তবে ঘটনার সময় কারিনা বাড়িতে ছিলেন কি না, তা স্পষ্ট নয়। কারণ এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশমা কাপূর এবং দুই বন্ধু সোনম কাপূর, রিয়া কাপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।


লীলাবতী হাসপাতালের ডাক্তার নীরজ উত্তমানি জানান, ভোর সাড়ে ৩টার দিকে সাইফকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 


হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবারই অভিনেতার অস্ত্রোপচার করা হচ্ছে। তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরো সার্জেন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী সাইফের অস্ত্রোপচার করার দায়িত্বে। 


হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পরই বলা যাবে ক্ষত কত গভীর। 


অভিনেতার টিম একটি বিবৃতি দিয়ে সংবাদমাধ্যম এবং অনুরাগীদের শান্ত থাকার আর্জি জানিয়েছে। বলা হয়েছে, সাইফ কী রকম থাকলেন, তা সময়ে সময়ে জানানো হবে।


শেয়ার করুন