২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ১০:৪৭:০৮ পূর্বাহ্ন
বড়াইগ্রামে গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৫
বড়াইগ্রামে গ্রামবাসীকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের পূর্ণকলস গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন গ্রামবাসী। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন, মালয়েশিয়া প্রবাসী রকিবুল হাসান, সমাজসেবক আব্দুল জলিল ও তাছন আলী, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রতন সরকার, গৃহবধূ নাসরিন বেগম ও রিতা খাতুন।


বক্তারা অভিযোগ করেন, পূর্ণকলস গ্রামের তারেক ভূঁইয়া দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছিল।


রোববার মাদক বিক্রিতে বাধা দিলে তারেক ও তার স্বজনরা চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে চারজন গ্রামবাসীকে কুপিয়ে জখম করেন। হামলার পর তারেক ও তার স্বজনরা নিজেরাই হাসপাতালে ভর্তি হয়ে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।


বক্তারা দ্রুত মাদক ব্যবসা বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং মাদক ব্যবসায়ী তারেক ভূঁইয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


গ্রামবাসী আশা করছেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।








শেয়ার করুন