২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৩৪:০১ পূর্বাহ্ন
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
  • আপডেট করা হয়েছে : ০৯-১১-২০২২
পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সুপার টুয়েলভের লড়াই শেষে আজ শুরু হচ্ছে নকআউট পর্ব। যেখানে প্রথম সেমিফাইনালে মুখোমুখি একবারের চ্যাম্পিয়ন পাকিস্তান ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে পাকিস্তানকে। পাকিস্তান ম্যাচে জয় পেলে তৃতীয়বারের মতো ফাইনালে ‍উঠবে। অন্যদিকে নিউজিল্যান্ড জয় পেলে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। 

বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

দুর্দান্ত দাপটের সঙ্গে গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। অন্যদিকে নানা সমিকরণের পর গ্রুপ টু থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। 

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে টস জিতে আগে ব্যাটিং করা দল। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যে পিচে খেলেছিল সেখানেই অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। 

আসরে সিডনি ক্রিকেট গ্রাউন্ড দুদলের জন্যই সৌভাগ্যের। এখানে অপরাজেয় দুদল। তবে এবার যে কোনো একদল হাসবে শেষ হাসি।

শেয়ার করুন