৪৬ তম বিসিএসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যাদের মে-জুন ২০২৫ মাসে ৪৪ বিসিএসের মৌখিক পরীক্ষার শিডিউল রয়েছে, তাদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। পরবর্তীতে ১৬ জুন তারিখের পরে দ্রুততম সময়ে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলেন পিএসসির চেয়ারম্যান।
এর আগে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ও অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জরুরি সভায় বসে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ সভায় সভাপতিত্ব করেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। সভা শেষে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এর আগে সকালে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোসহ পিএসসির সংস্কারের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার দুপুরের পর তারা সেখান থেকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) দিকে যেতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের প্রথমে বাধা দেন। পরে চাকরিপ্রার্থীদের জোর করে নির্বাচন কমিশন থেকে পিএসসির যাওয়ার পথ থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ সময় চাকরিপ্রার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘৮ মে কবর দে’, ‘ড্রিম পিএসসি’, ‘ফ্যাসিজম নট অ্যালাউড’সহ নানা স্লোগান লেখা ছিল।