২২ জানুয়ারী ২০২৫, বুধবার, ০৯:৪৬:৪৯ অপরাহ্ন
সাবেক এমপি নদভী দুই মামলায় ৪ দিনের রিমান্ডে
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৫
সাবেক এমপি নদভী দুই মামলায় ৪ দিনের রিমান্ডে

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম এ আদেশ দেন।



বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান।



আদালত সূত্র জানায়, সাতকানিয়া থানার একটি ও লোহাগাড়া থানার একটি বিস্ফোরক আইনে করা মামলায় বুধবার সকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এক মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এক মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।



চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দায়ের হওয়া বিস্ফোরক আইনের দুই মামলায় দুদিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।



গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


শেয়ার করুন