২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৫:১৭:৪১ অপরাহ্ন
ইউক্রেন যুদ্ধে ১০০০ উত্তর কোরীয় সেনা নিহত
  • আপডেট করা হয়েছে : ২৩-০১-২০২৫
ইউক্রেন যুদ্ধে ১০০০ উত্তর কোরীয় সেনা নিহত

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত ১০০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন। এমনটাই দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। 


বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।  তাদেরকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কোতে পাঠিয়েছে পিয়ংইয়ং। এমনকি কুরস্ক সীমান্তেও উত্তর কোরীয় সেনা মোতায়েন আছে।  সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। 


পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, মাত্র তিন মাসে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৪০ শতাংশ সেনা হতাহত হয়েছেন। 


নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক ১১ হাজার সেনার মধ্যে ইতোমধ্যেই ৪ হাজার সেনা  নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দি হয়েছেন।


কর্মকর্তারা বলেছেন, এই ৪ হাজার জনের মধ্যে প্রায় ১ হাজার জনই চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আহতদের কোথায় চিকিৎসা করা হচ্ছে, এমনকি কখন এবং কত সংখ্যক সৈন্য প্রতিস্থাপন করা হবে তাও এখনও স্পষ্ট নয়।


দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গোয়েন্দাদের হিসাবমতে, আনুমানিক ১১ হাজার উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই মোতায়েন হয়েছে কুরস্ক সীমান্তে।


শেয়ার করুন