২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:০৮:৪১ পূর্বাহ্ন
আত্রাইয়ে রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশ অমান্য, ২জনকে জরিমানা
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২২
আত্রাইয়ে রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশ অমান্য, ২জনকে  জরিমানা

নওগাঁর আত্রাইয়ে

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত আটটার মধ্যে

দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।


সোমবার ২৫ জুলাই রাত আটটার পর উপজেলার বিভিন্ন এলাকার বাজারে

অভিযান চালান সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে উপজেলার নওদুলি বাজারে অভিযানে মোবাইল

কোর্টে পরিচালনা করে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে শ্রম আইনে দুই

হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

্ধসঢ়;এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, বিশ্বব্যাপী জালানির মূল্যবৃদ্ধি

জনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে

সরকারী নির্দেশনা অনুযায়ী রবিবার রাত্রি আটটার পর উপজেলার বিভিন্ন

এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার নওদুলী বাজারে বিদ্যুৎ

জালিয়ে রেখে দোকান খুলে রাখার দায়ে দু’টি দোকানে মোবাইল

কোর্ট বসিয়ে শ্রম আইনে দুই হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে।

শেয়ার করুন