২৭ জানুয়ারী ২০২৫, সোমবার, ১১:০৫:৪৩ অপরাহ্ন
রাজশাহীতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ
  • আপডেট করা হয়েছে : ২৫-০১-২০২৫
রাজশাহীতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহপাঠীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজের শিক্ষার্থী শিমুলের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। 


শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এছাড়া কলেজ ক্যাম্পাসেও তারা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেন। 


স্থানীয়রা জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে রাজশাহী কলেজের সামনে দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিকল্প সড়কে যানবাহন চলাচল করে। আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার, বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই’, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকেন।


কিছুক্ষণ পর শিক্ষার্থীরা সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিনোদপুর গেটসংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নিহত শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়রা। সড়কে বিক্ষোভ করে প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।


এর আগে বৃহস্পতিবার রাত ১০টায় রাবি ক্যাম্পাসের মধ্যে রাজশাহী কলেজের শিমুল নামের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


জানা যায়, শিমুল ওই রাতে তার বন্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন। 


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, প্রক্টরের গাড়ি দেখে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পড়ে গিয়ে আহত হন শিমুল। অন্যদিকে পরিবারের দাবি, শিমুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


শিমুলের বাড়ি পার্শ্ববর্তী বুধপাড়া এলাকায়। তিনি রাজশাহী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর পুলিশ শিমুলের বান্ধবীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে। এ ঘটনায় শনিবার বিকাল পর্যন্ত মামলা হয়নি।


নগরীর মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শিমুলের পরিবার মামলা করতে চায়। সম্ভবত হত্যা মামলা হবে। সন্ধ্যার পর তারা এজাহার নিয়ে আসতে চেয়েছেন।


শেয়ার করুন