২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৩৭:৩৬ অপরাহ্ন
পবায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
পবায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি

রাজশাহীর পবা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮০০ কোটির পৃথিবী: “সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

আলোচনা সভায় অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোসা. শামসুন্নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. সোহেল রানা।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন