রবিবার (২ ফেব্রুয়ারি) দেশব্যাপী অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ । শনিবার গুলশানে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের শীর্ষ নেতা আল্লামা ইমাম হায়াত।
সংবাদ সম্মেলনে আল্লামা ইমাম হায়াত জানান, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের জনসভা ও মানবতার রাজনীতির উদয় সমাবেশ বন্ধ করে গণতন্ত্রের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এর প্রতিবাদে এবং স্বৈরশাসনের অবসান ও রাজাকার-জঙ্গিবাদমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়ে গণতন্ত্র মানবাধিকার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার পুনরুদ্ধারের জন্য আমরা সবাই আন্দোলন করেছিলাম। কিন্তু মীরজাফর চক্র জনগণের সংগ্রাম ছিনতাই করে রাষ্ট্র কুক্ষিগত করে গণতন্ত্র রুদ্ধ করে ফেলেছে। আমাদের বাক স্বাধীনতা পর্যন্ত হরণ করেছে। আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশ করতে না দিয়ে বন্ধ করে গণতন্ত্র জবাই করছে। একটা মীরজাফর চক্রের মদদে বাস্তবে দেশে জঙ্গিবাদ জল্লাদ মদুদিবাদ তালেবান রাজাকার সন্ত্রাসবাদ জামাত শয়তানের স্বৈরদস্যুতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
ইমাম হায়াত বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র এবং জীবনের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এখন এক নতুন আদর্শিক মুক্তিযুদ্ধ অপরিহার্য হয়ে পড়েছে। সকল গণতান্ত্রিক শক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি আস্থাশীল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী আর কখনো রাষ্ট্রকে জবরদখল করে নব্য ফ্যাসিবাদ বা স্বৈরাচার কায়েম করতে না পারে।
তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের অদ্যকার ফেনীতে অনুষ্ঠিতব্য শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা বন্ধ করেছে ইসলামের শত্রু ও রাষ্ট্রের শত্রু এবং গণতন্ত্রের শত্রু রাজাকার জঙ্গিবাদের দালাল নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ মীরজাফর অবৈধ ক্ষমতাসীন চক্র। অথচ আজ চল্লিশ বছর ধরে আমরা মানবিক গণতন্ত্রের লক্ষ্যে এবং স্বৈরতন্ত্র থেকে সব মানুষের মুক্তির জন্য ও রাষ্ট্রের মুক্তির জন্য এবং সব মানুষের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ও সব মানুষের নিজ নিজ ধর্মাধিকার রক্ষার জন্য আদর্শিক সংগ্রাম করে আসছি।
ইমাম হায়াত বলেন, ফেনীতে ইনসানিয়াত বিপ্লবের শান্তিপূর্ণ সমাবেশ বন্ধ করে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া ও জনগণের অধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের দায়ে এই অবৈধ ক্ষমতাসীন চক্রের পদচ্যুতির দাবিতে রবিবার (২ ফেব্রুয়ারি) অর্ধবেলা দেশব্যাপী হরতাল কর্মসূচি পালন করা হবে।