০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৯:১৩ অপরাহ্ন
জোটসঙ্গী–মিত্রদের আসনেও আওয়ামী লীগের মনোনয়ন
  • আপডেট করা হয়েছে : ২৭-১১-২০২৩
জোটসঙ্গী–মিত্রদের আসনেও আওয়ামী লীগের মনোনয়ন

ঢাকার নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ার দুটি আসন বাদ রেখে ২৯৮টি আসনে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তাতে বিগত দুটি সংসদ নির্বাচনে দলটির জোটসঙ্গী ও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দল—কারও জন্যই আসন খালি রাখা হয়নি।


এমনকি জাতীয় পার্টির রওশন এরশাদ ও জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের আসনও বাদ যায়নি।


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এটি আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন তালিকা নয়। একক নির্বাচনের প্রস্তুতি থেকে এই তালিকা। ফলে এই তালিকায় নাম আসা অনেকের মনোনয়ন শেষ মুহূর্তে রদবদল হতে পারে। কারণ, এবার আওয়ামী লীগ এখনো আগামী সংসদ নির্বাচনের কৌশল চূড়ান্ত করেনি। কারও সঙ্গে আসন ভাগাভাগি বা সমঝোতা হয়েছে, এমন তথ্যও প্রকাশ পায়নি।


ত নির্বাচনে সমঝোতার মাধ্যমে জাপার জ্যেষ্ঠ নেতা রওশন এরশাদসহ ২৩ জন, রাশেদ খান মেননসহ ওয়ার্কার্স পার্টির ৩ জন, হাসানুল হক ইনুসহ জাসদের ৩ জন, মাহি বি চৌধুরীসহ বিকল্পধারার ২ জন সংসদ সদস্য হন। এ ছাড়া বাংলাদেশ তরীকত ফেডারেশনের সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুও সংসদ সদস্য হন।


যদিও এবার জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনে মহিবুর রহমানকে প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। এ ছাড়া দলটি জাপার চেয়ারম্যান জি এম কাদেরের লালমনিরহাট-৩ আসনে মতিয়ার রহমান, মহাসচিব মুজিবুল হক চুন্নুর কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম, জ্যেষ্ঠ নেতা আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রাম-৫ আসনে আবদুস সালাম, কাজী ফিরোজ রশীদের ঢাকা-৬ আসনে সাঈদ খোকনকে প্রার্থী মনোনীত করেছে।


জাতীয় পার্টিও এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে দলীয় প্রার্থী মনোনয়ন দিচ্ছে। আজ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাপা গোপালগঞ্জের দুটি আসন বাদ রেখে ২৯৮ আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে।

শেয়ার করুন