 
                         
                    
                                            
                        
                             
                        
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, সংস্থাটির স্বাধীনতা কেড়ে নিয়ে একে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। খবর গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১ ফেব্রুয়ারি) ইউএসএআইডির ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করলে সেখানে ‘সার্ভার আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি’ বলে একটি বার্তা ভেসে উঠছে।
একটি সূত্র জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এ সপ্তাহে ইউএসএআইডির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেছে। মার্কিন এক কর্মকর্তা এ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, শুক্রবারই ইউএসএআইডির সিল সম্বলিত ফলকগুলো অপসারণ করা হয়েছে। এরপর সংস্থাটির ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে না। এসব কর্মকাণ্ড স্পষ্ট ইঙ্গিত দেয়, ইউএসএআইডিকে পররাষ্ট্র দপ্তরে একীভূত করার কাজ চলছে।
গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা বন্ধের নির্দেশ দেয়। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী কয়েক বিলিয়ন ডলারের এ ধরনের বৈদেশিক সহায়তা প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং করদাতাদের অর্থের অপচয় কি না, তা নিশ্চিত হতে পর্যালোচনা করে দেখা হবে।

