প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একুশে বইমেলা। আগামী ২০ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চলবে এই পাঁচ দিনব্যাপী বইমেলা। এতে ঢাকা, রাজশাহীসহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলো অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, তবে এটি ২৩ বা ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি।
বইমেলা আয়োজনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন রাবির শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে একটি একুশে বইমেলা আয়োজনের দাবি ছিল শিক্ষার্থী ও শিক্ষকদের। এ নিয়ে আগে একাধিকবার আলোচনা হলেও প্রশাসনিক উদ্যোগে এবারই প্রথম তা বাস্তবায়িত হতে যাচ্ছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী সজিব ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামে একটি ফেসবুক গ্রুপে বইমেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক চর্চা ক্রমশ বাড়ছে, বইমেলার আবহ চারদিকে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পরিকল্পিত উদ্যোগ থাকলে ফেব্রুয়ারির পরিবেশ আরও সমৃদ্ধ হতো।"
তিনি আরও বলেন, "প্রতিবছর শিক্ষক-শিক্ষার্থীদের লেখা একাধিক বই প্রকাশিত হয়, বিশেষ করে একুশে বইমেলাকে কেন্দ্র করে নতুন বই আসে। প্রশাসন যদি তাদের অনুপ্রাণিত করে, তাহলে ভবিষ্যতে ভালো লেখক ও পাঠক গড়ে উঠবে।"
রাবির শিক্ষার্থীরা মনে করছেন, এই বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং জ্ঞানের উৎসব। সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ তৈরি করবে এটি। শিক্ষার্থীরা আশা করছেন, এই বইমেলা প্রতি বছর আয়োজনের একটি স্থায়ী সংস্কৃতি হয়ে উঠবে এবং রাবির শিক্ষাঙ্গনে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
এবারের বইমেলা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের উচ্ছ্বাস তুঙ্গে। সবার একটাই প্রত্যাশা— রাবির প্রথম একুশে বইমেলা হয়ে উঠুক বইপ্রেমীদের মিলনমেলা।