১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ০৫:৫৩:৪১ অপরাহ্ন
প্রোটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করলেন মোদি
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৫
প্রোটোকল ভেঙে কাতারের আমিরকে বরণ করলেন মোদি

দুইদিনের সফরে ভারতে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। সোমবার তাকে বরণ করতে দিল্লি বিমানবন্দরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ও মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ তামিম।


সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে বরণ করতে বিমান বন্দরে যেতে দেখা যায় না ভারতের প্রধানমন্ত্রীকে। তবে তিনি রীতি ভেঙে কাতারের আমিরকে বরণ করেছেন।


মোদি নিজেই তার এক্স অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি পোস্ট দিয়েছেন। 


পোস্টে লিখেছেন, ‘বিমানবন্দরে আমার ভাই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে স্বাগত জানাতে গিয়েছিলাম। ভারতে তার সফর সফল হোক এমনটাই প্রত্যাশা করছি।’


ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে কাতারের বহুমুখি সম্পর্ক আছে। কাতারের আমিরের এই সফরের ফলে সেই সম্পর্ক আরও গতি পাবে। সোমবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কাতারের আমিরের সঙ্গে দেখা করেছেন।  


শেয়ার করুন