ক্রিকেটে বেটিং চক্রকে যেন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। আইসিসির কড়া নজরদারি এড়িয়েও বেটিংয়ে জড়িয়ে পড়ছে বেশ কিছু চক্র। এর মধ্যে ভারতে এর দৌরাত্ব বেড়েছে বেশ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেশটিতে সক্রিয় ছিল একটি বেটিং চক্র। আর সেই চক্রের তিন জুয়াড়িকেই এবার গ্রেফতার করেছে ভারতের পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার পানাজির কাছে পিলেরনে গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালায় গোয়া পুলিশ। সেখান থেকে হাতেনাতে ধরা পড়ে তিনজন। তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুয়াড়ির কেউই গোয়ার স্থানীয় নন। কাজের সূত্রে তারা পানাজিতে থাকেন। তারা গুজরাট থেকে এখানে এসে কাজ করেন। জুয়াড়িরা হলেন- মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)।
জুয়াড়িদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জুয়াড়িদের দেওয়া তথ্য মতে জড়িতদের ধরার চেষ্টা করবে পুলিশ। গতকাল শুক্রবার তাদের আদালতে হাজির করানো হয়।
উল্লেখ্য, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। যেই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উত্তেজনা।