২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৫:১৭:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ০৩-০৩-২০২৫
রাজশাহীতে নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বারনই নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।


নিহত আলতাফের বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। গতকাল রোববার রাত ৮টা থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।


পুলিশ জানায়, আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তাঁর ভ্যানটি পাওয়া গেছে। আলতাফের মৃত্যু কীভাবে হয়েছে, তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠিয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’


শেয়ার করুন