১০ মার্চ ২০২৫, সোমবার, ০৬:২৪:৪২ অপরাহ্ন
ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  • আপডেট করা হয়েছে : ১০-০৩-২০২৫
ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মাগুরায় নিষ্পাপ শিশু আছিয়ার ওপর ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে রাজশাহী পলিটেকনিকের ছাত্রদের উদ্যোগে গতকাল ৯ মার্চ, রবিবার টেনিস গ্রাউন্ডে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


সম্প্রতি, মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে আমাদের মা ও বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন। এ ধরনের বর্বরোচিত কাজের বিরুদ্ধে সোচ্চার হতে রাজশাহী পলিটেকনিকের ছাত্ররা একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। 


বিক্ষোভটি ১১:৩০ মিনিটে শুরু হয়, যেখানে শতাধিক ছাত্র অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের রাজশাহী পলিটেকনিকের প্রতিনিধি রাহিদ হাসান রিমন, সহ প্রতিনিধি সালমান আহমেদ তুষার, ইলেকট্রিক্যাল ৭ম পর্বের জুনায়েদ মাহমুদ, মেকানিকাল ৫ম পর্বের রাফিউল আলম রাফি সহ আরও অনেকে। 


সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেটের কাছে অবস্থান নেয় এবং সেখানে ধর্ষকের নমুনা ফাঁসি প্রদর্শন করা হয়। বক্তারা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে আলাদা ট্রাইবুনাল গঠন করে জনসমক্ষে বিচারের দাবি জানান। 


সমাবেশ শেষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাহিদ হাসান রিমন চলমান কর্মসূচি স্থগিত করেন এবং বলেন যে, যদি বিচারের কার্যক্রম শিগগিরই না হয়, তবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

শেয়ার করুন