১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ১১:৩৭:০২ অপরাহ্ন
এক মিনিট নীরবতা পালনের পর ক্লাব জানতে পারল খেলোয়াড়টি মারা যাননি
  • আপডেট করা হয়েছে : ১৮-০৩-২০২৫
এক মিনিট নীরবতা পালনের পর ক্লাব জানতে পারল খেলোয়াড়টি মারা যাননি

মাঠে নামার আগে ক্লাব আরদা কারজালির খেলোয়াড়দের কাছে সংবাদ পৌছায় পেতকো গানশেভের আর নেই। এরপর মাঠে নেমে সাবেক এই ফুটবলারের সম্মানে এক মিনিট নীরবতাও পালন করে। পরে জানা গেল, বেঁচে আছেন সেই ফুটবলার।


ঘটনাটি ঘটেছে রোববার (১৬ মার্চ) বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে। প্রথম সারির ক্লাব আরদা কারজালির যে কোনোভাবেই হোক জেনেছিলো, তাদের সাবেক ফুটবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছে। যে কারণে রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে পেতকো গানশেভের জন্য এক মিনিট নীরবতা পালন করেছিলো আরদা কারজালির ফুটবলাররা। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে।


বুলগেরিয়ান লিগে রোববার মুখোমুখি হয়েছিলো আরদা কারজালি এবং লেভস্কি সোফিয়া। ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান। পেতকো গানশেভের সম্মানে তারা মাথা নিচু করে এক মিনিটের নীরবতা পালন করেন।


এরপর ম্যাচও শুরু হয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে আরদা কারজালি ভক্ত-সমর্থকদের জানিয়ে দেয়, পেতকো গানশেভের মৃত্যুর বিষয়ে তাদের কাছে ভুল তথ্য এসেছিলো।


ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’ 


আরদার এই বিব্রতকর ভুলের দিন লেভস্কির বিপক্ষে ম্যাচটা তারা ড্র করেছে ১-১ গোলে।


শেয়ার করুন