২৭ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ
নবনির্মিত “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ” উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই)
সকাল সাড়ে ১১ টায় ফিতা কেটে “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ”এর শুভ উদ্বোধন
করেন রুয়েট ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক
অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন,
যানবাহন শাখার প্রশাসক এবং যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো.
ওয়াহেদুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন
অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক
অধ্যাপক ড. মো. আলী হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মো. মামুনুর
রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ,
প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীন,দপ্তর,
বিভাগ, শাখা প্রধানগণ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী
প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২০২১ সালের ১২ ডিসেম্বর “স্টিল স্ট্র্যাকচার গ্যারেজ”
প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.
রফিকুল ইসলাম সেখ।