বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশ। বিশেষ করে সৌদি আরবে চাঁদ দেখার সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশজুড়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশটিতে ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রম চলবে।
পোস্টে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে অত্যাধুনিক যন্ত্র সাজানো দেখা যাচ্ছে।
ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। এর অর্থ হলো, সৌদি আরবে যদি ২৯ রমজানে চাঁদ দেখা যায়, তাহলে পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ হবে। তবে যদি ২৯ মার্চ চাঁদ দেখা না যায়, তাহলে রমজান ৩০ দিন স্থায়ী হবে এবং ঈদ ৩১ মার্চ শুরু হবে।
ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পোস্টে জানিয়েছে, সৌদি সুপ্রিম কোর্টের ক্রিসেন্ট কমিটি আজ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ চাঁদ পর্যবেক্ষণ নিয়ে আলোচনা শুরু করবে। আর মক্কার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হবে।
সৌদি আরবের মক্কার সঙ্গে ঢাকার সময়ের ব্যবধান ৩ ঘণ্টা। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৯টায় জানা যাবে, সৌদি আরবে কবে ঈদ পালন হচ্ছে।