১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১২:২২:৫৭ পূর্বাহ্ন
কাহালুর আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার
  • আপডেট করা হয়েছে : ১২-০৪-২০২৫
কাহালুর আওয়ামী লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয় হেলাল উদ্দিন কবিরাজ (৬৫) ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার ভোরে রাজধানীর আদাবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুমন রঞ্জন সরকার।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর আত্মগোপনে ছিলেন হেলাল উদ্দিন ও হাসিবুল। এ সময়ে হেলাল উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ পাঁচটি ও সুরুজের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা হয়। গোপন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম আদাবর থানা এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেফতার করে।



বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘তাদের বগুড়ায় আনা হচ্ছে। এরপর তাদের আদালতে তোলা হবে।’


শেয়ার করুন