১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন
মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ বড়াল নিউজ পোর্টালের বিরুদ্ধে, প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৪-০৪-২০২৫
মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ বড়াল নিউজ পোর্টালের বিরুদ্ধে, প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলা যুবদলের  সদস্য মো: ফরিদুল ইসলাম সাহেবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে বড়াল নিউজ নামের একটি পোর্টালের বিরুদ্ধে। 


সোমবার ( ১৪ এপ্রিল)  বেলা সাড়ে ১১ টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে ফরিদুল ইসলাম তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানান।


এই সময়  রাজশাহী জেলা যুবদলের সদস্য সাহেব লিখিত বক্তব্যে বলেন, গত ১৩ এপ্রিল অনলাইন বড়াল নিউজ নামের  একটি পোর্টালে একটি বানোয়াট ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে।


তিনি আরো বলেন,  গত  ০৩/১১/২৪ তারিখে  আমার চেম্বারে একটি মিমাংসা করে দেওয়া হয়। জসিম উদ্দীন পাপ্পু গাড়ির মালিক ও তার ড্রাইভার খালাতো ভাই মো: ইশা গাড়ি চালানোর জন্য দেয়। তারা দুজনই একটি ট্রান্সপোটের মাধ্যমে টিপ ধরে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৭৬৮৭।  সেই গাড়িতে গম ছিলো ১৬ টন। ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্য আসার পথে ১৫ টন গম ড্রাইভার বড়াই গ্রামে এসে অন্য একটি গাড়ীতে নিয়ে গিয়ে কোন এক জায়গায় বিক্রি করে। গাড়ির মালিক গাড়িতে আরও যে ১ টন গম থাকে সেই ১ টন গম গাড়ীর মালিক বিক্রি করে। 


উক্ত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,  আমাকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে আমি লুতফরকে  জোর জবরদস্তি  করে তুলে নিয়ে আসি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং আজকের যে সাংবাদ সম্মেলন সেখানে সম্পূর্ণ সত্য তথ্য তুলে ধরা হয়েছে এবং সাংবাদিক ভাইদেরকে সম্পূর্ণ সত্য তথ্যটি দেওয়া হয়েছে। আমার নামে যে বক্তব্য দিয়েছে এটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত । এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


তিনি আরো বলেন, প্রকাশিত সংবাদের কারণে আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে  হয়েছে। কেউ উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমাকে রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করতে আমার নাম ব্যবহার করলে এর দায় আমার উপর বর্তায় না। আমি আবারও উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


শেয়ার করুন