ইরানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে তেহরানে পৌঁছেছেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান। বৃহস্পতিবার তিনি তেহরান পৌঁছান।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তাহান্তে আলোচনার আগে এই সফরে গেছেন খালিদ বিন সালমান।
আরব নিউজের খবরে বলা হয়, সফরকালে প্রিন্স খালিদ দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠক করবেন।
দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার পর এই সফরে গেলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী।
এর আগে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তারা আঞ্চলিক উন্নয়ন এবং তা মোকাবিলার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন।
সফরকালে প্রিন্স খালিদ ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগেরির সঙ্গেও দেখা করবেন বিন সালমান। পরবর্তীতে তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ বৈঠকের ব্যবস্থা করা হবে।