২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৩৪:৪১ অপরাহ্ন
৪ উইকেট হারিয়ে বিপদে নামিবিয়া
  • আপডেট করা হয়েছে : ১৬-১০-২০২২
৪ উইকেট হারিয়ে বিপদে নামিবিয়া

ভারত ও পাকিস্তানকে হারিয়ে গত মাসে এশিয়া কাপ জিতেছে শ্রীলংকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৮ ম্যাচ জেতার রেকর্ড লংকানদের। সেই দলটিকেই খেলতে হচ্ছে এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে!

উদ্বোধনী ম্যাচে এশিয়ার সেরা দলটি নেমেছে পুচকে নামিবিয়ার বিপক্ষে।  ম্যাচ শুরুর আগেই আত্মবিশ্বাস ঝরে পড়ে নামিবিয়ার অন্যতম ব্যাটার ব্যাটার স্টিভেন বার্ডের মুখে।

তিনি জানান, শ্রীলংকাকে হারিয়ে আরও বড় চমক উপহার দিতে চায় আফ্রিকার দেশটি। 

তবে মাঠের লড়াইয়ে সে কথা শুরুতে রাখতে পারেনি নামিবিয়া। লঙ্কান বোলারদের তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে নামিবিয়া। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই শ্রীলংকাকে ব্রেক থ্রু এনে দিলেন দুষ্মন্তে চামিরা। ৬ বলে ৩ রান করে প্রমোদ মধুশানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাইকেল ফন লিংগেন।

পরের ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেটটি হারায় নামিবিয়া। গুড লেন্থের বলটি ডিফেন্স করতে গিয়ে শূন্যে তুলে দেন ডিভান লা কুক। দাসুন শানাকা ক্যাচটি তালুবন্দি করে নেন। ১৬ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট।

৫ম ওভারে গিয়ে তাদের তৃতীয় উইকেট হারায় নামিবিয়া। এবার আঘাত হেনেছেন চামিকা করুনারত্নে। 

নিকোল লফটি ইটন শট নিলে ব্যর্থ হন। চলে যায় উইকেটরক্ষক কুশল মেন্ডিসের কাছাকাছি সীমানায়। বাঁ-হাতে অসাধারণভাবে ঝাঁপিয়ে ক্যাচ গ্লাভসবন্দি করেন।  ১টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারে ১২ বলে ২০ রান করে সাজঘরে ফিরেছেন নিকোল লফটি ইটন। 

প্রথম তিন ব্যাটার ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন দুই মিডলঅর্ডার স্টিফেন বার্ড ও অধিনায়ক গেরহার্ড এরাসমাস। ৪২ রানের জুটি গড়েন।

১২তম ওভারে আর দলকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক গেরহার্ড এরাসমাস। হাসারাঙ্গার ঘূর্ণিতে পরাস্ত হয়ে থামল ২৪ বলে ২০ রানে ব্যাট করা অধিনায়ক এরাসমাসের ইনিংস।

এ রিপোর্ট লেখার সময় নামিবিয়ার রান ১২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭৮।  ২৩ বলে ২০ রান নিয়ে ব্যাট করছেন স্টিফেন বার্ড। ব্যাট হাতে নেমেছেন ইয়ান ফ্রাইলিংক।

শেয়ার করুন