২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৫৫:১৭ অপরাহ্ন
মোস্তাফিজের পর মোসাদ্দেকের আঘাত
  • আপডেট করা হয়েছে : ৩০-০৭-২০২২
মোস্তাফিজের পর মোসাদ্দেকের আঘাত

বোলিংয়ে এসে প্রথম ওভারে ৮ রান দিয়েছিলেন মোসাদ্দেক। তার বোলিংয়ের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্রেইগ আরভিনকে বোল্ড করে দেন।

মোসাদ্দেকের বলটা শর্ট লেংথের ছিল, তবে একটু নিচু হয়েছিল। ব্যাকফুটে খেলতে গিয়েছিলেন, তবে ঠিকমতো খেলতে পারেননি জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন, ব্যাটে লেগে বল ভেঙেছে স্টাম্প। ৪৩ রানে দ্বিতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে।

এর আগে মোস্তাফিজ ম্যাচের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন। তার ওভারের চতুর্থ বলে রেগিস চাখাবাকে ফেরালেন তিনি। মোস্তাফিজকে তুলে মারতে গিয়েছিলেন চাখাবা, তবে আড়াআড়ি খেলতে গিয়ে টাইমিং ঠিকঠাক করতে পারেননি। বল উঠে যায় আকাশে। মিড উইকেটে নাজমুল হোসেন ক্যাচ নেন। ১৫ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টিং ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের ছাড়াই শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

সিরিজ শুরুর আগে শুক্রবার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারাতে আমাদের সেরা খেলা খেলতে হবে। এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চাই।

স্কোর:
জিম্বাবুয়ে: ৫৮/২ (উইলিয়ামস ৬*, মাধেভেরে ১৭*), তাকসিন ২-০-১৫-০, নাসুম ২-০-১৩-০, মোস্তাফি ১-০-৮-১, মোসাদ্দেক ২-০-১৬-১, শরিফুল ১-০-৭-০।

শেয়ার করুন