২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০৯:০৫:৪৯ অপরাহ্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’র নতুন রেকর্ড
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৫
কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’র নতুন রেকর্ড

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’ ২০২৫ সালের মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ৩৫০ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারীতে পৌঁছেছে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে উঠে এসেছে, গুগলের চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় প্রকাশিত অভ্যন্তরীণ তথ্যে এ চিত্র দেখা গেছে। প্রথম এ পরিসংখ্যান প্রকাশ করে ‘দ্য ইনফরমেশন’। 


২০২৪ সালের অক্টোবর মাসে যেখানে দৈনিক ব্যবহারকারী ছিল মাত্র ৯ মিলিয়ন, সেখানে মাত্র ছয় মাসের ব্যবধানে এ সংখ্যা লাফিয়ে বেড়ে ৩৫ মিলিয়নে দাঁড়িয়েছে। এ প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে স্যামসাং ফোন, গুগল ওয়ার্কস্পেস ও ক্রোম ব্রাউজারে জেমিনির এআই একীভূতকরণ। 


তবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে জেমিনির এখনো সময় লাগবে। গুগলের তথ্যমতে, ওপেনএআই-এর চ্যাটজিপিটি একই সময়ে ৬০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী নিয়ে শীর্ষস্থানে রয়েছে। 


অন্যদিকে, মেটা এআই-এর ব্যবহারকারী সংখ্যা ৫০০ মিলিয়নের কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে গুগল তার বিভিন্ন পরিষেবার সঙ্গে আরও গভীরভাবে এআই একীভূত করলে জেমিনির ব্যবহার আরও বাড়বে। তবে প্রতিযোগিতামূলক এ বাজারে টিকে থাকতে জেমিনিকে আরও উদ্ভাবনী বৈশিষ্ট্য ও ব্যবহারকারীবান্ধব অভিজ্ঞতা প্রদান করতে হবে।


শেয়ার করুন