০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ০৯:৪৩:৫৩ অপরাহ্ন
‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’— হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
  • আপডেট করা হয়েছে : ০১-০৫-২০২৫
‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’— হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনও ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।


বুধবার (৩০ এপ্রিল) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতকে উদ্দেশ করে পাকিস্তান সেনাবাহিনী বলেছে— ‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না।’


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জাতিকে আশ্বস্ত করে বলেন, দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভারতের যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ সক্ষম।


তিনি বলেন, ‘আমরা আগ্রাসন শুরু করতে যাচ্ছি না। আমরা অত্যন্ত দায়িত্বশীল একটি রাষ্ট্র এবং আমরা সর্বদা যুক্তি এবং গঠনমূলক সম্পৃক্ততার পথ অনুসরণ করব। কিন্তু যদি তারা মনে করে যে— আগ্রাসনই এগিয়ে যাওয়ার পথ, তাহলে আমাদের বার্তা কেবল এটাই: আমরা প্রস্তুত — আমাদের পরীক্ষা নিও না।’


ডিজি আইএসপিআর আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী—সবাই সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে। আমরা সর্বত্র, সবসময় সক্রিয় আছি। যেকোনো হুমকি মোকাবেলায় আমরা প্রস্তুত।’


তিনি স্পষ্ট করে জানান, যদি ভারত সামরিক সংঘাতের পথ বেছে নেয়, তাহলে সেটি হবে তাদের সিদ্ধান্ত; কিন্তু সংঘাত কোথায় গিয়ে থামবে, তা নির্ধারণ করবে পাকিস্তান।


তিনি জানান, প্রতিশোধমূলক জবাবের জন্য পাকিস্তান সেনাবাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সার্বভৌমত্ব রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা কমিটিও এই ইস্যুতে প্রয়োজনীয় বিবৃতি দিয়েছে।


জেনারেল চৌধুরী বলেন, ‘দেশের সকল রাজনৈতিক দল ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে দৃঢ়সংকল্প। সেনাবাহিনী সব ফ্রন্টে প্রস্তুত রয়েছে—যে কোনো ধরনের হুমকির মোকাবিলায়।’


শেয়ার করুন