সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা মঙ্গলবার প্রথমবারের মতো সরকারি সফরে কাতারে পৌঁছান এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন। সফরের মূল আলোচ্য বিষয় ছিল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
কাতারের আমিরি দিওয়ানের (রাষ্ট্রপতির কার্যালয়) এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান গুরুত্বপূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
আঞ্চলিক সফরের ধারাবাহিকতা
আহমেদ আল-শারা মঙ্গলবার সকালে কাতারের রাজধানী দোহায় পৌঁছান। সফরে তার সঙ্গে ছিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ-আল শিবানী। কাতারে সফরের আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন।
এর আগে আল-শারা সৌদি আরব, তুরস্ক, মিশর ও জর্দান সফর সম্পন্ন করেছেন, যা সিরিয়ার নতুন নেতৃত্বের কূটনৈতিক পুনঃসম্পর্ক স্থাপনের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, ৩০ জানুয়ারি কাতারের আমির শেখ তামিমই ছিলেন বিশ্বের প্রথম নেতা যিনি বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া সফর করেন। গত ডিসেম্বরের গোড়ার দিকে আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সফর ছিল মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক সমীকরণের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত।