০৪ মে ২০২৫, রবিবার, ০৯:৫১:২৭ অপরাহ্ন
আমরা নির্বাচন দ্রুত চাই: মির্জা ফখরুল
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৫
আমরা নির্বাচন দ্রুত চাই: মির্জা ফখরুল

নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সংকট সৃষ্টি হয়েছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে, তখন ঐকমত্য হওয়া বেশ কঠিন। 


তবে আসন্ন জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে বিএনপি ইতোমধ্যে তাদের অবস্থান দফায় দফায় স্পষ্ট করেছে। দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনও চায় না দলটি। আবার জাতীয় নির্বাচনের বিদ্যমান পদ্ধতির পক্ষে বিএনপি।


অপরদিকে জামায়াতে ইসলামী বলছে- জাতীয় নির্বাচনের উপযুক্ত সময় আগামী বছরের ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়াও উচিত নয়। তবে দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আবার নির্বাচনে সংখ্যা বা আনুপাতিক (পিআর) প্রতিনিধিত্ব পদ্ধতির পক্ষে জামায়াত। অন্যদিকে বিচার ও বেশ কিছু মৌলিক বিষয়ে সংস্কারের আগে জাতীয় নির্বাচনের পক্ষে নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি আগে স্থানীয় সরকার ও গণপরিষদ নির্বাচন চায়। আনুপাতিক প্রতিনিধিত্বের পক্ষেও এনসিপি।


সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান হলো- জাতীয় নির্বাচনের আগে দ্রুত কিছু প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা। একই অভিমত জামায়াতেরও। তবে এনসিপি চায় মৌলিক সংস্কার।


সৃষ্ট সংকটের এ তিনটি ইস্যু নিয়ে জানতে চাইলে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, ‘বিএনপির অবস্থান খুব পরিষ্কার। আমরা জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত চাই। সংস্কারও চাই। খুব স্পষ্ট করে বলেছি, যে সংস্কারগুলোর বিষয়ে সব দল ঐকমত্য হবে, আমরা সেগুলোর চার্টারে (সনদ) স্বাক্ষর করতে রাজি আছি। যার ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারগুলো নিয়ে নির্বাচিত সরকার সংসদে কথা বলবে।’


শেয়ার করুন