২১ মে ২০২৫, বুধবার, ০৫:১৪:০০ পূর্বাহ্ন
ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২৫
ইশরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।


মঙ্গলবার (২০ মে) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার (২১ মে) দিন নির্ধারণ করেন।


প্রসঙ্গত, গত ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।


তবে ওই রায় ও গেজেটের বিরুদ্ধে রিট করেন মামুনুর রশিদ নামের এক ব্যক্তি। তিনি ইশরাককে শপথ গ্রহণ থেকে বিরত রাখতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন। সেই রিটের শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার নির্ধারণ করেছেন।


এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে টানা পাঁচদিন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিচ্ছেন ইশরাক সমর্থকরা। সেখানে মঞ্চ বানানো হয়েছে। নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে বন্ধ রয়েছে ডিএসসিসির সব নাগরিক সেবা। সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ।


শেয়ার করুন