০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:০৭:২৯ অপরাহ্ন
৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৩
৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে

সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী আজ রবিবার থেকে আবারও সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। একই কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা জোট ও দল। অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি।


দলগুলোর ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রেল, সড়ক ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালন করা হবে।


গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে টানা তিনদিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট। এ ছাড়াও চলমান আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে গত শুক্রবার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া এবং ধর্মীয় উপসানালয়ে প্রার্থনা এবং গায়েবি জানাজার আয়োজন করা হয়।


শেয়ার করুন