০১ মে ২০২৪, বুধবার, ০১:১৪:২৬ পূর্বাহ্ন
নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২৩
নগরীতে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

রাজশাহী নগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


নগর পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ  মোবারক পারভেজ, এসআই মো: পলাশ আলী ও তাঁর টিম মতিহার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে।



উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের দল রাত সোয়া ১ টায় মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়।



পলাতকদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন