২১ মে ২০২৫, বুধবার, ০৫:৫৮:৫১ অপরাহ্ন
গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা

গাজীপুরের পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে জেলা বিএনপি।


জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হলো।’


এ বিষয়ে জানতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পাঁচ উপজেলা ও তিন পৌর বিএনপির কমিটি মেয়াদ উত্তীর্ণ। যার কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি করার আগে বিলুপ্ত করার নিয়ম রয়েছে।’



জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘ভবিষ্যতে বিএনপির কার্যক্রমকে আরও বেগবানের জন্য পুরোনো কমিটিকে বিলুপ্ত করে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এরপর সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটির করা হবে। যার কারণে জেলার বিএনপির আট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’


শেয়ার করুন