২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৩:৩৪:০৭ অপরাহ্ন
শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২২
শেখ কামাল ক্রীড়া পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

শেখ কামালের জন্মদিন উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২২ প্রদান করা হয়েছে। এ বছর ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের এ পুরস্কার প্রদান করেন। পুরস্কার হিসেবে দেওয়া হয় এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

শেখ কামাল পুরস্কার পেলেন যারা: আজীবন সম্মাননা: হারুনুর রশিদ, সংগঠক: সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম, ক্রীড়াবিদ: লিটন দাস, আব্দুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা, উদীয়মান: দিয়া সিদ্দিকী ও শরিফুল ইসলাম, পৃষ্ঠপোষক: গ্রীন ডেলটা ইনসুরেন্স, সাংবাদিক: কাশীনাথ বসাক, সংস্থা: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে পুরস্কার বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

শেয়ার করুন