০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৯:০৭:১০ অপরাহ্ন
‘কৌশলগত মিত্র’ ভারতের প্রশংসা করে যা বলল হোয়াইট হাউস
  • আপডেট করা হয়েছে : ০১-০৭-২০২৫
‘কৌশলগত মিত্র’ ভারতের প্রশংসা করে যা বলল হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত মিত্র হিসেবে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন।  


স্থানীয় সময় সোমবার (৩০ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এখনো একটি অত্যন্ত কৌশলগত মিত্র।’


এছাড়াও তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দৃঢ় ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন। খবর এনডিটিভির


সংবাদ সম্মেলনে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের প্রভাবকে আমেরিকা কীভাবে দেখে, সে সম্পর্কে বার্তা সংস্থা এএনআই-এর এক প্রশ্নের জবাবে লিভিট বলেন, ‘এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এখনো একটি অত্যন্ত কৌশলগত মিত্র এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্টের খুব ভালো সম্পর্ক রয়েছে আর তিনি তা অব্যাহত রাখবেন। ’


ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বাণিজ্য চুক্তি সম্পর্কে এএনআই-এর আরেকটি প্রশ্নের উত্তর দেওয়ার কিছুক্ষণ পরেই ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের গুরুত্ব সম্পর্কে হোয়াইট হাউসের মুখপাত্র এ মন্তব্য করেন। 


সংবাদ সম্মেলনে লিভিট বলেন, ‘হ্যাঁ, প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন (যুক্তরাষ্ট্র এবং ভারত একটি বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি) এবং এটি সত্য। আমি এই বিষয়ে আমাদের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।  তিনি প্রেসিডেন্টের সঙ্গে ওভাল অফিসে ছিলেন।  তারা এই চুক্তিগুলো চূড়ান্ত করেছেন এবং ভারতের বিষয়ে আপনি খুব শীঘ্রই প্রেসিডেন্ট ও তার বাণিজ্য দলের কাছে থেকে শুনতে পাবেন। ’


হোয়াইট হাউসের মুখপাত্রের কাছে থেকে এই মন্তব্য এমন সময়ে এলো যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘কোয়াড’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।  সোমবার তিনি জাতিসংঘে ‘সন্ত্রাসবাদের মানবিক মূল্য’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করেন, যার লক্ষ্য রাষ্ট্র-স্পন্সর সন্ত্রাসবাদের প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করা।


শেয়ার করুন