১৪ জুলাই ২০২৫, সোমবার, ০৪:০৯:৩৩ পূর্বাহ্ন
রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
রাজশাহীতে কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে চুরি

গত শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।


জানা যায়, কমিউনিটি ক্লিনিকের দরজার তালা ভেঙে ঢুকে ওজন মাপা মেশিন একটি, বিপি মেশিন দুটি, ডায়াবেটিস গ্লুকোমিটার একটি, ওষুধ এক বক্স (ইনটেক), ইন্টারনেট রাউটার একটি, ক্যালকুলেটর একটি, কাঁচি সেট একটি এবং দুটি আলমারির তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে।


ক্লিনিকে কর্মরত সিএইচসিপি আবুল হোসেন বলেন, ‘রোববার সকাল ৮টা ৫০ মিনিটে সিসিতে উপস্থিত হয়ে দেখেছি তালা ভাঙা। আমি তাৎক্ষণিক সিসির সভাপতিকে জানাই। সভাপতি নিজে ও স্থানীয় বাসিন্দারা এসে বিষয়টি সরেজমিনে দেখেন।’


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘জোতরাঘব কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রতিনিধি হিসেবে সহকারী স্বাস্থ্য পরিদর্শক জালাল উদ্দিনকে পাঠিয়েছিলাম, তিনি সরেজমিনে পরিদর্শন করেন। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’


বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘কমিউনিটি ক্লিনিকে চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন