মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব বেশি দূরে নয় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শনিবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর ওই স্কুলের অসংখ্য শিক্ষার্থী আনন্দে মেতে উঠেছিল। কিন্তু পরদিনই সেই আনন্দ ছাপিয়ে আসে এক মর্মান্তিক ঘটনা—স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। প্রাণ হারান অনেকে।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জাতীয় দলের অনেক ক্রিকেটারই উদ্বেগে পড়ে যান শিশুদের নিয়ে। নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের খেলোয়াড়রা। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এমন শোকাবহ পরিস্থিতিতে আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তানের খেলোয়াড়রা, ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হবে দুর্ঘটনায় নিহতদের।
এছাড়া ম্যাচ চলাকালীন গ্যালারীতে কোন ধরনের সংগীত বাজানো হবে না বলেও জানিয়েছে বিসিবি।
প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ জয় পেয়েছে সাত উইকেটে।
পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করার পর ২৭ বল হাতে রেখেই তিন উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় লিটন দাসের দল।
এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হবে।
দু’দলই সোমবার অনুশীলন করেনি। তবে দলের মনোবল চাঙা রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।
তিনি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে সিরিজটা দারুণ খেলেছিলাম। সেখান থেকে ভালো আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরেছি। আমরা চেষ্টা করছি সেই ছন্দটা ধরে রাখতে। সবাই খুব মনোযোগী।’