২৭ জুলাই ২০২৫, রবিবার, ১০:০১:২১ পূর্বাহ্ন
রোববার ও সোমবার মাইলস্টোন স্কুল বন্ধ থাকবে
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৫
রোববার ও সোমবার মাইলস্টোন স্কুল বন্ধ থাকবে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে।  দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী দুই দিন কলেজ বন্ধ থাকবে।


শনিবার (২৬ জুলাই) কলেজের অধ্যক্ষের নির্দেশক্রমে পরিচালক (শিক্ষা) মো. শামীম মুন্সি জরুরি নির্দেশনা দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার(নিহত ও আহতসহ) সকল কোমলপ্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার শিকার সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়, আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায়, উদ্ধার কাজে নিয়োজিত সকলের সম্মানার্থে এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিবার রোববার(২৭ জুলাই) ও সোমবার(২৮ জুলাই) এ দুই দিনও ছুটি থাকবে। এ মর্মান্তিক দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের সকল শ্রেণির ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।


দুর্ঘটনা ও উদ্ধার পরবর্তী করণীয় কার্যক্রমের জন্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক উপস্থিতি একান্ত কাম্য।


শেয়ার করুন