সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে। তাদের এখন ‘এক্সিট পলিসি’ নিয়ে চিন্তা করা উচিত। এ সরকার কী পদ্ধতিতে যাবে- সেটা এখন পরিষ্কার করা জরুরি। তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না- এ বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে।
গতকাল রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ’ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকার যত দিন ক্ষমতায় থাকবে, সংকট ততই গভীর হবে।
সেমিনারে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।
পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়। সেমিনারে অন্তর্বর্তী সরকারের কার্যকাল, সফলতা ও ব্যর্থতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ।
এতে বলা হয়, বিশ্বের ২৬টি দেশের মধ্যে ১৬টি দেশই খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দ্রুত সংস্কার কার্যকর করা সম্ভব হয়েছে।
গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল- বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) কতটা বাস্তবসম্মত- প্রসঙ্গে। এ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ এখনো এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। যারা এই পদ্ধতির দাবি তুলছেন, তারা মূলত দলের স্বার্থে কথা বলছেন, দেশের স্বার্থে নয়। অনেকেই মনে করেন, সরকারকে সময় বাড়ানোর সুযোগ দিতেই এই দাবির পেছনে প্রচেষ্টা চালানো হচ্ছে।
আলোচকরা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন, সংস্কার নাকি বিচার- এই তিনটি বিষয় নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে।
জামায়াত ও এনসিপি সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি করছে। অপরদিকে বিএনপি প্রচলিত সরাসরি নির্বাচন পদ্ধতির পক্ষে অনড় অবস্থানে রয়েছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনের তুলনায় বেশি সময় দেওয়া হয়েছে। তবুও তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সরকারের সংস্কার কার্যক্রম কার্যত সময়ক্ষেপণ ছাড়া কিছু নয়। বর্তমান অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকায় দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি দিনদিন ভঙ্গুর হয়ে পড়ছে। তাই দ্রুত নির্বাচনের মধ্য দিয়েই এ সংকটের সমাধান হওয়া উচিত।