২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:১৪:৪৩ অপরাহ্ন
হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান

হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে। সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একাধিক যুদ্ধবিমানকে।


তাও আবার একটা, দুটো নয়, একসঙ্গে ৯টি যুদ্ধবিমানের দেখা মিললো। এর সবগুলোই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস।


তবে কি কোথাও কোনো যুদ্ধ বাধল? এই প্রশ্ন যখন উঁকি দিচ্ছে তখন বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের অভয় দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান


বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, জ্বালানি নিতে এবং পাইলটদের বিশ্রামের জন্যই দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধবিমানগুলো কলকাতা বিমানবন্দরে নেমেছে।


হঠাৎ করেই কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান


যারা মূলত যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাদের জন্য এই যুদ্ধবিমান ব্যবহার করা হয়। কোরিয়ার এই ৯টি বিমান ইংল্যান্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে।

শেয়ার করুন