২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৪:০৮ পূর্বাহ্ন
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২০-০৯-২০২৫
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১ টায় নগরীর খড়খড়ি বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ট্রাক। তবে পলাতক রয়েছেন চালক ও তার সহকারী।


নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুসের(৪০) বাড়ি নওগাঁর মান্দায়। গুরুতর আহত রাফিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


খড়খড়ি বাইপাসের ব্যবসায়ী সামিম হোসেন জানান, আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা থেকে নিয়মিত বিভিন্ন মালামাল নিয়ে খড়খড়ির আড়তে আসতেন। তিনি আরো বলেন, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস শালবাগানে খাজা এবং ওলির আড়তে মাল্টা নামিয়ে পিকাপ ভ্যান থেকে মোটরসাইকেলে চড়ে খড়খড়ি বাইপাসে আসছিলেন বাকি মাল্টাগুলো আড়তে দেবার জন্য। খড়খড়ি বাইপাসে আসলে ট্রাকের ধাক্কায় তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। 


স্থানীয় বাসিন্দা বিকাশ জানান, আমরা ক্যারাম খেলছিলাম। হঠাৎ ট্রাককে দোল দেখে দেখে এগিয়ে যায়। তারপর ট্রাকের নিচে এই মানুষকে (আব্দুল কুদ্দুস) পড়ে থাকতে দেখি। আর গুরুতর আহত রাফিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখি।। 


মতিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

শেয়ার করুন