২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ০২:৪০:৪০ অপরাহ্ন
সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ, টপকে গেলেন লিটন
  • আপডেট করা হয়েছে : ২১-০৯-২০২৫
সাকিবকে ছুঁয়ে ফেললেন মুস্তাফিজ, টপকে গেলেন লিটন

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রানের লক্ষ্য টাইগাররা ১ বল হাতে রেখে টপকে যায়। দলের জয়ে নেতৃত্ব দেন দুই ফিফটি করা ব্যাটসম্যান, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়।


তবে এই জয়ের আগে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান।


মাত্র ৪ ওভারে ২০ রান খরচায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন এই পেসার।

তিন উইকেট নেওয়ার মাধ্যমে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের সমান হন। এখন দুজনেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট সংখ্যা ১৪৯। তবে মুস্তাফিজ এই উইকেট পেয়েছেন ১১৭ ম্যাচে, যেখানে সাকিব খেলেছেন ১২৯ ম্যাচ।


মুস্তাফিজ তার উইকেটের খাতা খুলেন ১৪তম ওভারে কুশাল পেরেরাকে আউট করে। পরে ১৯তম ওভারে আরো দুটি উইকেট নেন তিনি। চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে লিটনের হাতে ক্যাচ বানান। নিজের শেষ বলে হাসারাঙ্গাকে আউট করে তিন উইকেটের কোটা পূর্ণ করেন।


রান তাড়া করার পথে ১৬ বলে ২৩ রান করেন লিটন দাস। এই রান করার মাধ্যমে তিনি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হন। বর্তমানে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের সংখ্যা ২৫৫৬, যা পেছনে ফেলে দিয়েছে সাকিব আল হাসানকে (২৫৫১ রান)।


শেয়ার করুন