০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৪:১৭:০৯ পূর্বাহ্ন
যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠিয়ে দিন, নাকভিকে বিসিসিআই
  • আপডেট করা হয়েছে : ২৯-০৯-২০২৫
যত দ্রুত সম্ভব ট্রফি ও মেডেল ভারতে পাঠিয়ে দিন, নাকভিকে বিসিসিআই

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ৯ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু চ্যাম্পিয়ন হয়েও শিরোপা নিয়ে উদযাপন করতে পারেনি তারা।


ট্রফি নিয়ে উদযাপন করতে না পারার দায় অনেকটা অবশ্য ভারতেরই। কেননা নিয়ম অনুযায়ী জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা টুর্নামেন্টের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির।


ফাইনাল শেষ হওয়ার পর অন্য অতিথিদের সঙ্গে মঞ্চেও উপস্থিত ছিলেন এসিসির ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি। 

কিন্তু বেঁকে বসে ভারত। নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান ভারতীয় ক্রিকেটাররা। সূর্যকুমার-হার্দিক পান্ডিয়াদের এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে ট্রফি ও তাদের মেডেল সঙ্গে নিয়ে যান এসিসি ও পিসিবির সভাপতি।


নাকভির এই কর্মকাণ্ডে এবার চটেছে বিসিসিআই।


শেয়ার করুন