২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ০৪:৫৮:৪৪ পূর্বাহ্ন
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা প্রদান
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে সম্মাননা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফের টেকনিক্যাল ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটর মো. মাহাবুব আলম পলোকে সম্মাননা স্মারক প্রদান করেছে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী।


শুক্রবার (২৫ এপ্রিল) রাজশাহী জেলা পরিষদ মিলনাতায়ন নানকিং রেস্টুরেন্টে বাফুফে আয়োজিত কর্মশালায় এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য মো. সাজ্জাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা মো. সেলিম রেজা, লুৎফর রহমান, তাহাজ্জুত হোসেন তাহা, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি আরিফ হোসেন নারু, হুমায়ন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্বাস আলী, সদস্য ডা. আব্দুল মাজেদ প্রমুখ।


এদিন দেশের ১৮০টি একাডেমিকে বাফুফে স্বীকৃতিপ্রাপ্ত সনদপত্র প্রদান করে এবং ফুটবল উন্নয়ন সংক্রান্ত কর্মশালার আয়োজন করে।


শেয়ার করুন