০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ০৩:৫৫:০৪ পূর্বাহ্ন
গাজার নৌযান আটকের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৩-১০-২০২৫
গাজার নৌযান আটকের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সুমুদ্র ফ্লোটিলার নৌযান আটকের প্রতিবাদে শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সমাবেশের আয়োজন করে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এতে উপস্থিত ছিলেন বিএনপির বোয়ালিয়া থানা পশ্চিম শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুলিপসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরায়েলী দখলদার বাহিনী গাজার মুসলিমদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে। শিশু ও নারীসহ সাধারণ মানুষকে পাখির মতো গুলি করা হচ্ছে। তারা আন্তর্জাতিক নৌযানবহর আটকের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞ এবং ন্যায়বিচারের অভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা।


সমাবেশের পর নগরীর মনিচত্ত্বর সিটি সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সাহেব বাজার জিরোপয়েন্ট ও কুমারপাড়া মোড় প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে পৌঁছে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মিছিল ও সমাবেশে “দুনিয়ার মুসলিম এক হও লড়াই কর”, “ইসরায়েলী পণ্য বয়কট কর”, “জাতিসংঘের ইন্ধনে ফিলিস্তিনে হত্যা বন্ধ কর” প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

শেয়ার করুন