১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১২:০৩:৫৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে স্কচটেপে মোড়ানো ব্যাগে তরুণীর মরদেহ
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
নারায়ণগঞ্জে স্কচটেপে মোড়ানো ব্যাগে তরুণীর মরদেহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কচটেপ মোড়ানো একটি ব্যাগ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাইকাটেক সেতুর পাশে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


এদিকে মোগরাপাড়া ইউনিয়নের আমতলা এলাকার বাসিন্দা সায়মা আক্তার মীম (১৮) নামে এক নারী গত শুক্রবার নিখোঁজ হন। স্বজনের মতে, কাইকাটেক সেতুর পাশে উদ্ধার হওয়া মরদেহটি মীমের হতে পারে। তবে পরিবারের সদস্যরা শতভাগ নিশ্চিত হতে পারেননি।


নিখোঁজ সায়মা আক্তার মীম পাবনা জেলার সুজানগর থানার দয়ালনগর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি মোগরাপাড়া আমতলা এলাকার ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটে ছিলেন এবং মোগরাপাড়া চৌরাস্তার ’কলাপাতা বার্গার কিং’-এ কাজ করতেন।


মীমের মামা খোকন শেখ সাগর জানান, দুই বছর আগে পরিবারের অমতে রায়হানকে বিয়ে করেন মীম। গত শুক্রবার সকাল ১০টার দিকে সাগর মীমের বাড়িতে গিয়ে জানতে পারেন রায়হান আরেকটি বিয়ে করেছে, এ নিয়ে দুজনের মধ্যে মনমালিন্য চলছে।


তিনি আরও বলেন, শনিবার বাসায় গিয়ে মীমকে পাইনি। রায়হানকে জিজ্ঞাসা করলেও সে সঠিক কোনো জবাব দিতে পারেনি। চার দিন সন্ধান না পেয়ে আজ (মঙ্গলবার) সকালে আমি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।


সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান এক তরুণীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে অন্তত তিন দিন আগে। মরদেহটি গুমের উদ্দেশ্যে হাত-পা বেঁধে পলিথিনে মুড়িয়ে স্কচ টেপ পেঁচিয়ে ট্রাভেল ব্যাগে ভরে নদীতে ফেলার চেষ্টা করা হয়েছিল। তবে ব্যাগটি পানিতে না পড়ে ঢালে আটকে থাকে। পুলিশ মরদেহের পরিচয় ও জড়িতদের শনাক্তে কাজ করছে।


কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান বলেন, মরদেহটি মীমের কি না সে বিষয়ে এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে মীমের পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য রায়হানকে হেফাজতে নেওয়া হয়েছে 


শেয়ার করুন