এশিয়া কাপে ব্যাট হাতে তাণ্ডব চালানোর পুরস্কার পেলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটারের সম্মাননা পেয়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। গেল মাসের দুটি পুরস্কারই গেলো ভারতে।
আজ (বৃহস্পতিবার) সেপ্টেম্বর মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ঘোষণা করেছে আইসিসি। জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদব ও জিম্বাবুয়ের ব্রায়ান বেনেটকে পেছনে ফেলে সেরা হয়েছেন অভিষেক। অন্যদিকে, পাকিস্তানের সিদরা আমিন ও দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটসকে হারিয়ে পুরস্কার জিতেছেন মান্ধানা।
গেল মাসে অনুষ্ঠিত এশিয়া কাপে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন অভিষেক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ঝোড়ো ৩০ রানের ইনিংসে আসর শুরু করেন তিনি। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩১ ও গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৩৮ রান করেন। সুপার ফোরের তিন ম্যাচে ৭৪, ৭৫ ও ৬১ রান করে ভারতকে ফাইনালে তোলেন অভিষেক। প্রতিযোগিতায় ৪৪.৮৫ গড় ও ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করেন তিনি। এর আগে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ব্যাটার ৩০০ রান করতে পারেননি।
মান্ধানাও সেপ্টেম্বর মাসে ভালো ফর্মে ছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জোড়া সেঞ্চুরি পেয়েছেন। তার মধ্যে একটি আবার মাত্র ৫০ বলে। পুরুষ ও নারী ক্রিকেটারদের মধ্যে এটি একদিনের ক্রিকেটে দ্রুততম শতরানের নজির। সেই সিরিজের সেরা ক্রিকেটারও হন তিনি। সেপ্টেম্বর মাসে চারটি একদিনের ম্যাচে ৭৭ গড় ও ১৩৫.৬৮ স্ট্রাইক রেটে ৩০৮ রান করেন তিনি।
পুরস্কার জিতে আইসিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিষেক বলেন, “গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দলকে জেতাতে পেরেছি। তার পুরস্কার পেয়েছি। আমি এমন একটা দলের হয়ে খেলি যারা যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচ জিততে পারে। এমন দলের সদস্য হয়ে গর্বিত। আগামী দিনেও দলকে জেতানোর চেষ্টা করব।”
অন্যদিকে, গত মাসের ফর্ম চলমান ওয়ানডে বিশ্বকাপেও ধরে রাখতে চান স্মৃতি মান্ধানা। তিনি বলেন, “এই পুরস্কার আমাকে আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। আমার একমাত্র লক্ষ্য দলকে জেতানো। সেই কাজটা বিশ্বকাপেও করার চেষ্টা করব। আশা করছি, সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব।”