০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১২:০০:৩৮ পূর্বাহ্ন
তিন মাসেই ভেঙে গেল ইয়ামালের প্রেম, প্রতারণার গুঞ্জন!
  • আপডেট করা হয়েছে : ০২-১১-২০২৫
তিন মাসেই ভেঙে গেল ইয়ামালের প্রেম, প্রতারণার গুঞ্জন!

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের ব্যক্তিগত জীবন সাম্প্রতিক মাসগুলোতে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বেশ কয়েকজন নারীকে ঘিরে কয়েক মাস ধরে চলা গুজবের পর সেপ্টেম্বরের শুরুতে নিশ্চিত করেন, ১৮ বছর বয়সী ইয়ামাল ও ২৫ বছর বয়সী আর্জেন্টাইন র‌্যাপার নিকি নিকোল সম্পর্কে জড়িয়েছেন। 


সম্পর্কের সময় নিকোলকে নিয়মিত বার্সেলোনা ম্যাচ এবং প্রশিক্ষণের পর ইয়ামালের পাশে দেখা যেত। তবে সম্প্রতি ইয়ামাল নিশ্চিত করেছেন, নিকোলের সঙ্গে আর সম্পর্কে নেই তিনি।


দুই জনই এখন আলাদা থাকছেন।

 স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্টকে ইয়ামাল বলেছেন, ‘আমরা আর একসঙ্গে নেই, তবে এটি কোনো অবিশ্বাসের কারণে হয়নি। আমরা কেবল আলাদা হয়ে গেছি। যা কিছু সংবাদে বলা হচ্ছে তা আমাদের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত নয়।


আমি তার প্রতি অবিশ্বাসী হইনি এবং অন্য কারো সঙ্গেও ছিলাম না।’

নিকি নিকোলকে সাম্প্রতিক বার্সেলোনা ম্যাচে দেখা গেছে। তিনি ইনজুরিতে থাকা বার্সেলোনা তারকা খেলোয়াড় রাফিনহা এবং দানি ওলমোর পাশে বসে ইয়ামালের খেলা উপভোগ করেছেন। এছাড়া, তিনি বার্সেলোনা ম্যানেজার হানসি ফ্লিকের সঙ্গে কথাও বলেছেন।


শেয়ার করুন