১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ০২:০৯:৪৭ পূর্বাহ্ন
রাজধানীতে আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • আপডেট করা হয়েছে : ১৩-১১-২০২৫
রাজধানীতে আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল হক টিটু (৫৪), ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ইউনিট সভাপতি মো. সবুজ (৩৪), মাদারীপুর জেলার রাজৈর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (৪৬), কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন আলমগীর (৫৪), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. ফয়সাল (৪৩), ঢাকা মহানগর উত্তর ৯৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী ইফতেখার ওরফে রাজিব (৪৫), ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সভাপতি সুলতানা রাবেয়া পপি (৪০), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আজিম খান (৩৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. পলাশ খান (৪২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী এস এম আবুল হোসেন লিটন (৭০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী আজিজুর রহমান ওরফে এ আর ডাবলু (৩৫), শরীয়তপুর জেলার জাজিরা থানার আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুস সালাম (৩৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. ইমরান হোসেন আবির (২৮), আওয়ামী লীগের ডেমরা শাখার সক্রিয় কর্মী মো. আব্দুল মান্নান (৫৫), ক্যান্টনমেন্ট থানার ১৫ নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া সম্পাদক মো. গোলাম মোস্তফা (৫৪), ক্যান্টনমেন্ট থানা যুব লীগের ১৫ নং ওয়ার্ডের সক্রিয় কর্মী মো. আফজাল হোসেন রনি (৩৮), আওয়ামী লীগের সক্রিয় কর্মী গিয়াসউদ্দিন আহমেদ মাসুম (৫১), ঢাকা মহানগর উত্তরের ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক (৪৬), সবুজবাগ থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তাওহীদ হোসেন (৫৫), গাজীপুর জেলার শ্রীপুর থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরহাদ শেখ (৪৫), টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জুয়েল আল মামুন (৪৩), ঢাকা বিশ্ববিদ্যালয় সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক ইকরামুল হক (২৫), গাজীপুর জেলা কালিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. আমজাদ হোসেন (৪৮), নেত্রকোনা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জুবায়ের (৩৬), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী পারভেজ মোশারফ (৩২), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (৫২), পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক খান (৩৫), তেজগাঁও থানার ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মনির হোসেন (২৫), ডেমরা থানার সারুলিয়া ইউনিয়ন ১০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান খাঁন (৪০), চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার (৬৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. সিরাজুদ্দৌলা শিকদার (৩৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আজাদ (৩৮), বাংলাদেশ হকার্স লীগের সদস্য মোহাম্মদ খাইরুল বাশার মামুন (৪০), নোয়াখালী জেলার সেনবাগ থানার ২১ নং ওয়ার্ডের যুবলীগ সদস্য জাকির হোসেন (২৬), কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য শাহজাহান (৫৯), শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য পলাশ বেপারী (৩৬), ডেমরা থানার ২১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য হৃদয় শেখ ওরফে মামুন (৩৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. লিখন শেখ (৩২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আল ইসলাম (৩৩), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ৫ নং বড় দল ইউনিয়ন চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা (৫৬), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. শামছুল আলম (৪১), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার সাধারণ সম্পাদক শম্ভু চরণ মন্ডল (৫৮) ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী জহিরুল ইসলাম (৩০)।


পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য।


তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


শেয়ার করুন