ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রাণচাঞ্চল্যে জমে উঠেছে রাজশাহী-২ (সদর) আসন। আর সেই উত্তাপের কেন্দ্রেই বৃহস্পতিবার দুপুরে আরডিএ মার্কেটজুড়ে দেখা যায় এবি পার্টির তরুণ প্রার্থী মুহাম্মদ সাঈদ নোমানের ব্যস্ত ও প্রাণবন্ত গণসংযোগ।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মার্কেটের প্রতিটি দোকান, ব্যবসায়ী ও ক্রেতার কাছে গিয়ে প্রচারপত্র বিতরণ করেন। সবার সঙ্গে কুশল বিনিময় করে ঈগল মার্কায় ভোট চান তিনি। তরুণ প্রার্থী হিসেবে নতুন প্রজন্মকে সামনে রেখে আধুনিক ও সম্ভাবনাময় রাজশাহী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে গণমাধ্যমকে তিনি জানান রাজশাহীর উন্নয়ন নিয়ে তার তিনটি প্রধান অগ্রাধিকার—শিক্ষা, চিকিৎসা ও কৃষি।
তিনি বলেন, “রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেবা এখনও মানসম্মত পর্যায়ে পৌঁছেনি। ভারতের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা এখানে চালু করতে চাই।”
শিক্ষাকে আধুনিক রূপ দিয়ে রাজশাহীকে ‘শিক্ষানগরী’ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি। কৃষি খাতে ন্যায্যমূল্য নিশ্চিত করা, ফসল সংরক্ষণ সুবিধা বৃদ্ধি ও রফতানিমুখী কৃষি উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বেকার যুবকদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথা বলেন নোমান।
গণসংযোগজুড়ে সাঈদ নোমানকে হাসিমুখে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন—জনগণের আস্থা ও সমর্থন নিয়ে রাজশাহীর উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাবে।

